কোরান হাদিস মতে শিশুদের কপালে কালো টিপ দেওয়া যাবে কি?

2 minute read
0

কোরান হাদিস মতে শিশুদের কপালে কালো টিপ দেওয়া যাবে কি?

আসসালামু আলাইকুম। আমাদের সমাজে প্রচলন আছে যে, ছোট বাচ্চাদের কপালের একপাশে আঙ্গুল দিয়ে কালো টিপ এঁকে দেয়া হয় বদ নজর থেকে বা কুদৃষ্টি থেকে বাচ্চাটাকে রক্ষার জন্য। এব্যাপারে শরিয়তের দৃষ্টিভঙ্গি কি?
 
 
জবাব:ওয়া’লাইকুসসালাম।এটি নিছক কুসংস্কার ছাড়া কিছু নয়। একজন মুসলিম হিসাবে এজাতীয় কুসংস্কার পরিহার করা উচিত।  কারণ এটি বদ নজর রোধ করে না। শিশুকে বদ নজর ইত্যাদি থেকে রক্ষা করার জন্য কী করতে হবে রাসূলুল্লাহ (সাঃ) তা শিক্ষা দিয়েছেন।
হাদীসে এসেছে, রাসূলুল্লাহ (সাঃ) হাসান ও হুসাইন রা. এর জন্য এই দোয়া পড়ে আল্লাহর আশ্রয় কামনা করতেন-
أُعِيْذُكُمَا بِكَلِمَاتِ اللهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَّهَامَّةٍ وَّمِنْ كُلِّ عَيْنٍ لاَمَّةٍ.

অর্থ : সকল শয়তান, কীটপতঙ্গ ও বদনজর হতে তোমাদেরকে আল্লাহর পূর্ণাঙ্গ কালিমাসমূহের আশ্রয়ে দিচ্ছি।
 (দোয়াটি এক সন্তানের জন্য পড়লে ‘উয়ীযুকা’, দুইজনের জন্য ‘উয়ীযুকুমা’ আর দুইয়ের অধিক হলে ‘উয়ীযুকুম’ বলতে হবে। ) (বুখারীঃ ৩৩৭১)
শিশুকে বদ নজর ইত্যাদি থেকে রক্ষা করার জন্য এই দোয়াটি পড়েও ফু দেয়া যেতে পারে। হাদীসে এসেছে, জিবরীল (আঃ) রাসূলুল্লাহ (সাঃ)কে এই দোয়ার মাধ্যমে ঝাড়তেন।

بِاسْمِ اللَّهِ أَرْقِيكَ مِنْ كُلِّ شَيْءٍ يُؤْذِيكَ مِنْ شَرِّ كُلِّ نَفْسٍ أَوْ عَيْنِ حَاسِدٍ اللَّهُ يَشْفِيكَ بِاسْمِ اللَّهِ أَرْقِيكَ

“আমি আপনাকে আল্লাহর নামে ঝাড়-ফুঁক করছি প্রতিটি এমন জিনিষ হতে, যা আপনাকে কষ্ট দেয় এবং প্রত্যেক জীবের অমঙ্গল হতে ও হিংসুকের বদ নজর হতে আল্লাহ আপনাকে আরোগ্য দান করুন। আমি আপনাকে আল্লাহর নামে ঝাড়-ফুঁক করছি।” (মুসলিম, অধ্যায়ঃ কিতাবুস্ সালাম)
পাশাপাশি আয়াতুল কুরসী, তিন কুল ও হাদীসের অন্যান্য  দোয়াও এক্ষেত্র প্রয়োগ করা যেতে পারে ।




আমরা সচারচার দেখে থাকি যে, শিশুদের কপালে অনেকেই কালো টিপ দিয়ে থাকেন৷ যারা দেন তাদের ধারণা এতে ‘বদনজর’থেকে বাঁচা যায়৷ এবার আসুন জেনে নিই ইসলাম এব্যাপারে কী বলে?

শিশুর প্রতি বদনজর লাগার বিষয়টি নবীজী সা. থেকে প্রমাণিত আছে৷ আর বাস্তব অভিজ্ঞতার আলোকে এমনটিই দেখা গেছে৷ সুতরাং বদনজর থেকে বাঁচার উপায় হিসেবে শিশুর কপালে কালো টিপ দেয়া বা কাজল লাগিয়ে দেয়াতে কোনো সমস্যা নেই৷

তবে এক্ষেত্রে মনে মনে অবশ্যই এই বিশ্বাস থাকতে হবে যে, বদনজর থেকে প্রকৃত রক্ষাকারী হলেন একমাত্র আল্লাহ তায়ালা৷

সূত্র: ফতোয়া মাহমুদিয়া: ২৮/৩৩২, ফতোয়া শামী: ১০/৪৮২।

নিয়মিত বিউটি টিপস্, রেসিপি, বিনোদন, লাইফ স্টাইল, ফ্যাশন ও সাস্থ্য বিষয়ক টিপস ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
Kanij Gallery
ছবি সংগ্রহ- গুগল.কম

Post a Comment

0Comments
Post a Comment (0)